একদিন দু'দিন যায়
এরপর একদিন ভীষণ মন খারাপ
নিজেকে নিয়ন্ত্রণ করতে পারি না
আবার কারো কাছে শেয়ার করতেও পারি না!
পাছে ভয় হয় যে
পরবর্তীতে কি নিদারুণ নিষ্ঠুরতার শিকার হতে হবে।  


মানুষকে আমি বড্ড ভয় পাই
বিশ্বাসঘাতক হলে তো পরোয়া নেই!
মনকে বোঝাই- ' সব ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ '
মন বুঝতে চায় না!
ভীষণ কষ্টে অতিক্রম করি সহস্র রাত।


বুকের বাঁ পাশে প্রচন্ড ব্যথা অনুভূত হয়
উচ্চস্বরে কাঁদতে ইচ্ছে হয়;
কংক্রিটের শহরের কংক্রিটের মানুষগুলোকে ভয় পাই
আড়ষ্ট হই, থমকে যাই
বুকে রক্তক্ষরণ হয় ; হৃদয় হুহু করে কাঁদে
অদৃশ্যমান।


ধৈর্য্য আর বিশ্বাস আমাকে বাঁচিয়ে রাখে
নিজের প্রতি বিশ্বাস।
আমি পারবো সহ্য করতে
সব ব্যথা, কষ্ট, যন্ত্রণা!


ভালোবেসে আমি নিঃশেষ হয়ে গেছি
সকল অনুভূতি বিসর্জন করেছি-
ফলাফল শূন্য।


তবু প্রার্থনা একটাই
ভালোবাসারা ভালো থাক! সুস্থ থাক! সুন্দর থাক।