পঁচিশ বছর কেটেছে তুমিহীন একলা জীবন
অনিয়ম আর বিশৃঙ্খলার বেড়াজালে
নাভিশ্বাস ছিলো, যন্ত্রণা ছিলো কিন্তু তুমি ছিলেনা
আমি, ছারপোকা আর কিছু শিরোনামহীন চিঠির বাক্স
আমি পোস্ট অফিসের খামে ভরে রাখতাম
ঠিকানাহীন গন্তব্যের আক্ষেপে পুড়েছে আমার হৃদয়।
ভালোবাসা জমাট বেঁধেছে বর্ষার সন্ধ্যায়
হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে
প্রতিটি কদম তোমার অ-স্পর্শে ঝরে গেছে দ্রোহে
ডাহুক আর কোকিলের কুহুতে বসন্ত আসেনি
জীবনের প্রতিটি গ্রীষ্ম শীতে পরিবর্তিত হয়েছে
কাশফুলগুলো কেঁদেছে হেমন্তের রাতে
তুমিহীন প্রতিটি রজনীগন্ধার গুচ্ছ একে একে গন্ধহীন হয়েছে
তোমাকে দেখার আক্ষেপে পুড়েছে প্রতিটি নক্ষত্র
একলা আমি আর নিকোটিন মিলে দুজন ছিলাম!


কোনো এক শরতের বিকেলে রংধনুর সাত রঙে তুমি এলে
আমার আকাশ রৌদ্রজ্বল হলো
জীবনের সব অনিয়ম আর বিশৃঙ্খলার শেকল ভেঙে
তোমার পদার্পনে হিহি করে হেসে উঠলো কিছু গোলাপ
সারা শরীর বসন্তের মাতমে হিল্লোল তুলে কাঁপিয়ে দিলো
রজনীগন্ধারা গন্ধ ফিরে পেলো
কাশফুল আর হেমন্তের বিয়ে হলো
জীবনের প্রতিটি গ্রীষ্ম, বর্ষা, শীত বসন্ত হয়ে গেলো
বাক্সবন্দী চিঠিরা খুজে পেলো তাদের গন্তব্য
হৃদয়ের রক্তক্ষরণ বন্ধ হয়ে পুষ্পমঞ্জরিতে রুপ নিলো
আমি আর তুমি মিলে জ্যোৎস্না হলাম
ভালোবাসা নামে একটা ঘর তুললাম
তুমি হলে একমাত্র কর্ত্রী........


০৭.০৭.২০২১ ইং
বৌবাজার, বাসাবো, ঢাকা-১২১৪।