.                  এইসব কবিদের গান,
                 মেঘ তারা,           কারা?
          আপরূপ ঝাউ গাছ, আছে মাথা তুলে
   দিকচক্রবালে সূর্যাস্ত, সূর্যোদয় মোহনায় মিলিত হয়।


                      কচি নরম দূর্বাঘাস-
              ছোট্ট শৈশব, নরম পায়ের ছোঁয়া
           কবে যেন সেই পায়ে,  যৌবন আসে।


              সারাটা ধরণী   জুড়ে থাকা খাট
         মাটিতে পিঠ দিয়ে   তলায় শর্বরী থাকে...
       উপরে দিবস তারে          আঁকড়ে ধরে রাখে।
  সকাল সন্ধ্যা, চুম্বন চলছে, দিন ও রাতের হচ্ছে  মিলন।


            কত পুরুষ কত ভাবে, মেঘে ঢেকে
        কত দিন এল গেল, নারী কি হিসাব রাখে!
                    কামাতুরা তরুণী আকাশ
             পূর্বীয়রাগ তার এলানো চুলমেঘে।।
---------------------------x-----------------------------------