তীক্ষ্ণ হুইস্‌ল আর ধোঁয়া উড়িয়ে চলে যায় ট্রেন
       ঝড় ওঠে কাশফুলে, নব হিল্লোলে ঘাসফুল
        তুলি কলম ক্যামেরা নব সৃষ্টির উন্মাদনা।


  শুকিয়ে যাওয়া মাতৃস্তন,  দুগ্ধ চুষে নেওয়ার ব্যর্থতা
   অবিরত ক্রন্দনরত শিশু ক্রমে নিদ্রা দেবীর কোলে
  মায়ের বেশ্যাবৃত্তি কুকুরের শয্যায়, কিন্তু খদ্দের কই ?


          অনিমিখ জ্যোৎস্না, কুসুমিত ছাতিম্‌তল
    নব যৌবনে নর নারী, ছেলেটির অবাধ্য ঠোঁট, হাত
        মেয়েটির কপট অভিমান, সার্থক অভিসার।


      গভীর রাত, পুলিশ তুলে নিয়ে গেল  বাড়ি থেকে
        ইন্টারোগেশ্‌ন রূমে ততক্ষণ চলবে অত্যাচার,
  যতক্ষণ না মুখ দিয়ে, হৃদপিন্ডটা বমি হয়ে বেরিয়ে আসে।


         রাতভোর গোলাগুলি, বোমাবাজি, বিক্ষিপ্ত কিছু লাশ
কতগুলি আঠের বছর বয়স, পৃথিবীকে শিশুর বাসযোগ্য করার প্রচেষ্টায়...
   রাজপথ, অলিগলি, মাঠ, নদী লাল লাল রক্তের   অবিরাম ধারা,
  খাঁকী পরা সরকারী গুণ্ডা, সর্বত্র রক্তকে ঢেকে দিয়ে বিছায় গালিচা।


                 পদতলে কুচলে যাওয়া শিশুর নিথর দেহ
              নথভাঙা কিশোরী, ধর্ষিতা যুবতি কিংবা গৃহবধূ
ধীরে ধীরে পত্তন ও কলেবরে বর্দ্ধন, নিষিদ্ধপল্লীর স্যাঁতস্যেঁতে কামরা।


    কত কিশোর, সদ্য যুবকের গুলিবিদ্ধ নিথর দেহ পচে গলে-
মিশে যাচ্ছে মাটিতে। তবুও  চিত্রকরের তুলি,  তবুও কবির কলম,
  তবুও চিত্রসাংবাদিকের ক্যামেরা, নিথর সৃষ্টি ও তার উন্মাদনা...
সেকাল একাল পরকাল-    ভারত...    দেশ, বিদেশ মহাদেশ, সমাজ
    মানুষ মানবিকতা; ক্রমে ক্রমে পৃথিবীর মানচিত্রও বদলে যায়।


--------------------------------x-------------------------------