ইসরোর মহাকাশযান প্রবেশ করল চাঁদের কক্ষপথে,
শিশুটা ডাইনি, গোটাপরিবারকে অগ্নিহুতির নিদান-
সালিশীসভা।
একদল গবেষনা করে চলে পরমানুর তেজস্ক্রিয়তা বৃদ্ধির,
অন্যদিকে, সর্পদংশনে মৃত লাশ ঘিরে ওঝাদের নগ্ন নৃত্য।


পাউরুটি চুরি করে ছোট্ট ছেলেটির মাথা এখন হাড়িকাঠে।
উদ্বোধিত প্রকল্প থেকে যায় চির অসমাপ্ত, জমে ওঠে টাকা
সুইসব্যাঙ্কে
অ্যাকাউন্ট ব্যালেন্স দ্রুত, কলেবরে বাড়ে যার, সেই নেতা,
তাই ছত্রাকের মত যত্রতত্র গড়ে ওঠে দুস্কৃতি ও লালবাতি।


ভ্যাটের ময়লার স্তুপ থেকে সদ্যজাতকে টেনে আনে কুকুর
অবৈধ না জারজ, খবর কে রাখে তার, মৃতপ্রায় রাতে কে শুনেছিল শিশুর
সে চিৎকার।
নদী মাতৃক বাংলায় পাণীয় জল! তাও আজ কিনে খেতে হয়।
অন্নপূর্ণা বাংলার সন্তানের কপালে, আর কত! আসবে বিপর্জয়।