বেঁচে আছি,      বেঁচে আছি আমি;
ভালো, খুব ভালো আছি আমি। এখন বরফ শীতল;
শান্ত সকল ঢেউ, সাগর সফেন
ধীরে সুস্থে বিচরণ,  ধর্ষণ নগরীর-
পরিসীমা ব্যাপী,   শহর জুড়ে।
জমাট রক্ত-তবুও লাল, তার উষ্ণ তরল স্রোত,
অসুস্থ কিছু কৃমি,   ক্ষুধার নিবৃতি
ধর্ষিত সমাজ,  ধর্ষিত চেতনা
মনুষত্ব ঘুমাচ্ছে...    বিষ্ণু অনন্ত নিদ্রায়-
নীরব আকাশ, লজ্জিত প্রকৃতি
রাস্তায় ধর্ষিতা নারী, বাতাসে বইছে;
আর্তনাদের তীব্র ঝঁঝালো গন্ধ।
ধর্ষণে দায়ী ধর্ষিতা নারী, এটাই অভিযোগ-
দায় চাপানোর আনন্দ, উল্লাসে কৃমি;
যত্রতত্র দিবারাত্র, সগর্ব অবাধ বিচরণ
চন্দ্রদেবও মেঘের আড়ালে, সুস্থ মানুষ-
অসুস্থ জন, জনসাধারণ, ঞ্জানীগুনি জন
আছেন তাঁরা, মুখখানি ঢেকে, ভীতির আঁড়ালে।
ভয় নেই, ভরসা নেই, লজ্জা নেই, প্রতিবাদ নেই
শুধু দেখি নীল আকাশ, নীচে শান্ত সবুজ
ধরণী আবার, অতীতের পিছে ধায়,
অসুস্থ যত কৃমি- আত্মশোধন নর্দমায়।
অন্যায় যা, হোক সে লাখ প্রবল প্রখর, করেছি প্রতিবাদ,
বাঁচা মরা খেদ নাই, প্রতিবাদী দ্বীপ জেলে যাই
জয় দা- তোমার ঝুলি থেকে উজাড় করে।
এই শহরটাকে দিও- “এক মুঠো সূর্য পোড়া ছাই।”