আদ্র চোখের দৃষ্টি ক্রমেই ধুন্ধ্‌লা হয়ে আসে;
মিট্‌ মিট্‌ করে জ্বলা জোঁনাকি ও তারারা
                                        মিলেমিশে একাকার....
কান্নার নোনা জলে     মেপেছি অন্ধকারের গভীরতা।
গরম কফির মগ হাতে দার্জিলিংয়ের ম্যালে বসে
ঠোঁট ছুঁয়ে যাওয়া মেঘরাজীকে আলগোছে করেছি চুম্বন-
একাকীত্বের মানদন্ডে মেপেছি বিরহের বিস্তৃতি,
আর জীবনের পথে গিয়েছি হেঁটে, তোমার ফেলে যাওয়া
পদচিহ্ন অনুসরণ করে। অবশেষে পরিত্যাগ অবৈধ আচার;
শুধু বুঝেছি, ভূল করে মেপেছি-
                  আবেগের মাপকাঠীতে জীবনের প্রবহমানতা।