দগ্ধ গ্রীষ্মের প্রখর তাপে ফুটিফাটা হয় মাটি
সে আমার বাংলা মায়ের আঁচল সোনার চেয়ে খাঁটি।


এরপর বর্ষা আসে, নিয়ে আসে সাথে প্রবল ধারা বৃষ্টি
প্লাবিত নদী নালা, ধরণীর বুকে নতুন প্রানের সৃষ্টি।


শরতের একদিন, সোনারোদ, পেঁজাতূলো আর নীলাকাশ
আগমনীগান আর পূজার গন্ধ ময়্‌ ময়্‌ বাংলার পল্লী বাতাস।


ক্রমে ক্রমে হেমন্তের পদার্পণ, পর্ণমোচীদের বুক দুরুদুরু
হলো যে বেলা, পাতা খসানোর সময় হয়েছে শুরু।


শীতের সকাল হিমেল শিশির এলো পৌষের মাস
বাংলার ঘরে ঘরে মুখরিত হয় পিঠে পুলির সুবাস।


এরপর বাহারি রাঙা দোলের বার্তা নিয়ে বসন্তের কোকিল,
ঋতুর চক্র পূর্ণ হলো, যত বঙ্গ-সন্তানেরা আনন্দে অনাবিল।