তোমার ঠাকুর মন্দিরে মন্দিরে
পুতুলের ভিতর থাকে,
আমার ঠাকুর খুঁজলে পাবে
বড় রাস্তার বাঁকে।
তোমার ঠাকুর দামি দামি
গয়না পরে গায়ে,
আমার ঠাকুর রোদ-বর্ষায়
থাকে খালি পায়ে।
তোমার  ঠাকুর প্রতিদিনই
সোনার থালায় রাজভোগ খায়,
আমার ঠাকুর থাকে উপোস করে
কিংবা আধ পেটায়।
তোমার ঠাকুর পুজোর সময়
নতুনভাবে সাজে,
আমার ঠাকুর ছেঁড়া জামায়
যায় হোটেলের কাজে।
তোমার ঠাকুর পূজিত হয়
ধূপ-দীপ, ফল-ফুলে,
আমার ঠাকুর একলা চলে
নেইকো কেউ তিন কূলে।  
তোমার ঠাকুরের পুজোর সময়
হয় যে জনজোয়ার,
ইট -পাটকেল,চড়-লাথি
আমার ঠাকুরের আহার।
তোমার ঠাকুর নীরব থেকেও
সবকিছু যে পায়,
আমার ঠাকুর চেঁচিয়ে মরে
দু'মুঠো খাবারের আশায়।
তোমার ঠাকুরের শীতের পোষাক
নরম গদির আসন,
আমার ঠাকুর ফুটপাতে গড়ায়
নেইকো যে তার বসন।
তোমার ঠাকুর মাটির ঠাকুর
নেইকো তাতে প্রাণ,
আমার ঠাকুর মানুষ হলেও
সমাজে নেই স্থান।