ইচ্ছে করে পাখি হব, উড়ব  ডানা  মেলে।
মন হয়েছে আকাশ তাই, বাঁধন ছিঁড়ে ফেলে।
ইচ্ছে করে বৃষ্টি হব, ভিজিয়ে দেব তোকে।
দুচোখ ভরে জল এনেছি, ঢালতে তোর বুকে।
ইচ্ছে করে ঝর্না হব, পাহাড় হবি তুই।
রাগ করবি,জড়িয়ে তোকে শীতল যদি হই?  
ইচ্ছে করে স্বপ্ন হয়ে চোখের পাতায় তোর,
আমার মাঝে রাখব বেঁধে রাত হবেনা ভোর।    
ইচ্ছে করে আদর হব কেবল তোকে ছুঁয়ে,
তোর শরীরে মাখব এমন পড়বে চুয়ে চুয়ে।
আবার ভাবি গান হয়ে গুন গুন গুন সুরে,
বাউল হয়ে মেঠো পথে বেড়াই ঘুরে ঘুরে।
এমনি কত ইচ্ছেরা সব করছে আনাগোনা।  
ইচ্ছেরা তো ইচ্ছে শুধুই ধরতে তাদের মানা।