আমি হতাম তোর  প্রিয় নদী,
আমার বুকে তুই হতিস ছোট্ট ডিঙি খানা ।
তির তিরিয়ে চলত যখন বেয়ে,
যেন শ্যামলা মেয়ে নূপুর পায়ে করছে আনাগোনা ।  


কিম্বা আমি সাগর যদি হতাম,
এলো চুলে আমায় ছুঁয়ে হাঁটতিস খালি পায় ।
আমি তোর পা ধুইয়ে দিতাম,
তুইই জানিস আঁচলখানা লুটিয়ে যেত কিসের অছিলায় ।


আমি হতাম আঁধার কালো রাত,
চাঁদ হত ঠিক তোর পিঠের মত সাদা ।
কৃষ্ণ কালো গহিন কুঞ্জ বনে,
সোনালি পাড় সাদা শাড়িতে হতিস তুই রাধা ।


গয়না হয়ে জড়িয়ে থাকতে দিবি ?
খুব গরমে নাহয় হবো মিষ্টি জোলো হাওয়া ।
আসলে আমার সেটাই হতে চাওয়া
যে কোন মতে আষ্টেপৃষ্ঠে তোকেই হবে পাওয়া ।



কোন কবি অন্য শিরনাম প্রস্তাব করতে পারেন।