পথের ধারে শুয়ে ছিলাম
এঁটো পাতার মাঝে,
ঘিরে ধরেছে কত লোকে
শীতের এক সাঁঝে।
গায়ে ছিলনা একটু কাপড়
দুধ জোটে নি এক বিন্দু,
জন্মদাতা কে  জানি সে
মুসলিম না  হিন্দু।
তখন আমি মানুষ জাতি
ধর্ম গেছে চুলোয়,
পথের কিছু কুকুর  এসে
গায়েতে জিভ  বুলায়।
সঙ্গে আমার ছিলনা তো
কোরান, গীতা, বাইবেল,
যিনি আমায়  কোলে  নিলেন
তিনি অলোক সরখেল।
বেহেস্তে না স্বর্গে যাব
নেই জাত কূল মান,
নরক থেকে তুলল যে হাত
সেই আমার  ভগবান।
এখন যদি কেউ বলে ভাই
তোমার কি জাত ধর্ম,
জাত আমায় খাওয়ায় না
না করলে রোজ কর্ম।
হতে পারত ঘোষ,  বোস কি
খান , মোল্লা টাইটেল।
কিন্তু আমি ভাগ্যক্রমে
দিনবন্ধু সরখেল।