এত ভিড়ের মধ্যে তবু ভীষণ আমি একলা জানো!
যাচ্ছি ডুবে কোন আঁধারে, পারো তো কেউ হাতটা টানো।
খাচ্ছি খাবি, ডুবছি আমি, বুদ বুদ টা ভাসছে জলে,
তুমিও হায় ডুবলে নাকি?  যন্ত্রনার ই অশ্রু জলে।
মিথ্যা হওয়া স্বপ্নেরা আজ ভাসছে তোমার চোখের মাঝে!
দম ফুরিয়ে ডুবছ তুমি, নিত্য দিনই সকাল সাঁঝে।
তোমার চোখের জলে না-হয় ডুবব আমি মেনেই হার।
ডুব দিয়েছি একলা আমি সামনে শুধুই অন্ধকার।
তবুও যখন তুলছি মাথা, এটাই  শেষ সূর্য দেখা।
কঠিন শ্রমেও একটুখানি বদলায়নি হাতের রেখা।
অবাক সব মুখের সারী,  বিবর্ণ সব হাতের ছায়া!
আমার বুঝি দিন ফুরালো, এবার কাটুক সকল মায়া।