তুমি যাবে? পাহাড়ে ঘেরা নির্জন
কোন উপত্যকায় যেখানে ঝর্না নেই, শুধু
ধীরে বয়ে চলে নাম না জানা  কোন নদী;  
শুধু নির্জনতায় তুমি আর আমি। নুড়ি পাঁথরে লেগে  
নদীর জল টুপ টাপ শব্দ করে যাবে, আর মাঝে মাঝে
শীতল জলে নুড়ির ওপর পা  রাখব দুজনে।
বিনসারের মত নির্জন দুদিকে উঁচু উঁচু গাছে ঘেরা
লম্বা পথে হেঁটে যাবে আমার হাতখানি ধরে?
কিম্বা রূপকথার মত ঝুরঝুরে বরফে মোড়ানো  
মানালির নির্জন পাহাড়ের ঢালে বসে চুম্বন
এঁকে দেবো তোমার গালে। যাবে তুমি?
লোলেগাঁওয়ের ক্যানপি ধরে হেঁটে গেছো কখনো?
চলো তোমায় নিয়ে যাই সবুজ বনানী ঘেরা হালকা ঠাণ্ডায়
লোলেগাঁওয়ের ক্যানপি তে, তুমি আর আমি।
তোমার নির্জনতা অনেক কথা বলে। আমার স্বপ্ন ভেঙ্গে
টুকরো টুকরো করে দেয়। আমি বধির হয়ে যাই এত কোলাহল
কলরব, স্বপ্ন ভাঙার তীক্ষ্ণ শব্দে। তুমি থাকো এই ভিড়ে
এই অনাবৃত প্রকৃতি তোমার জন্য নয়।