শীতের কুয়াশা ভরা সকালে,
দুপাশে নাম না জানা অনেক গাছের মাঝখান দিয়ে চলে যাওয়া লম্বা রাস্তা ধরে
তুমি আর  আমি হেঁটে যেতে পারিনা?


কিম্বা পড়ন্ত বিকেলে সূর্যের
লাল আলো মাখা লেকে হাঁসেদের আনাগোনা,
পাশাপাশি বসে দেখতে পারিনা? পানকৌড়ি গুনতে গুনতে
কাটিয়ে দিতে পারিনা কিছুটা সময়?


ছোট এক নৌকায় তুমি আর আমি,
অনেকটা সময় গঙ্গায় ভেসে বেড়াতে পারিনা কি
এই শীতে।


সন্ধ্যায় পাখিদের ঘরে ফেরার কিচি মিচি আওজের সাথে
কিছু কথা একান্ত তোমার আর আমার বলে নিতে
পারিনা কি?


একদিন। না-হয় একটাই দিন, তোমার সব ব্যস্ততা ফেলে
কিছুক্ষণ তুমি কি আসতে পারনা, তোমার উষ্ণ
পরশ, দিতে পারনা কি এই  শীতে।