হাতের কাছে ছিল একটা হাত,
আর অনেক দূরে ছিল তোমার মন।
তুমি চাইছ হাত বাড়াতে দূরে,
আর কাছের হাতটা তোমায় চাইছে সারাক্ষণ।  


ভিজতে চাইলে সাগরের কাছে এসো ,
চাঁদের কাছে পাবে শুধুই জ্যোৎস্না স্নান ।
পাহাড় দেবে তোমায় হাতছানি,
আর ঝর্ণা শোনাবে জীবন নদীর গান।


তোমার চোখে শ্রাবন নেমে এলে,
কি হবে আর কথার মালা বুনে?
দরাজ বুকে তখন রাখতে মাথা,  
আর ঘুমিয়ে পড়তে প্রেমের কাব্য শুনে।


বাতাস তোমায় স্পর্শ করে যাবে,
বৃষ্টি তোমায় আলতো চুমোয় ভরিয়ে দেবে গা ।  
তোমার কাছে কোনটা প্রিয় বল ?
ফ্ল্যাইংকিস নাকি ওষ্ঠ ভরানো ফরাসি চুমুটা ?