আমার কবিতা নরম ফুলের মত নয় ।
আমার কবিতায় প্রেমিকারা হাত ধরে হাঁটে না ।
আমার কবিতা বিপরীত স্রোতে বয়ে চলে ।
আমার কবিতা কোন ওপরওয়ালার পা চাঁটে না ।


শুধু মিঠে জ্যোৎস্নায় তুমি আর আমি ,
আর কড়া রোদে শ্রমিকের কথা কে বলবে ?
মন্ত্রী আমলার চাপা দেওয়া যত গল্প ,
মলাট সরিয়ে কাদা ঘেঁটে ঘেঁটে কে খুলবে?  


আমার কবিতা মিছিলে পায়ে পায়ে হাঁটে ।
আমার কবিতা হেরে যাওয়া মানুষের কথা বলে ।
আমার কবিতা ঘামে ভেজা ছেঁড়া জামা ,
আমার কবিতা ফুটপাতে ফোটা ভাতের গন্ধে টলে ।


ভেঙেছে কি ঘুম বৃষ্টির ফোঁটায় ফোঁটায় ?
ফাটা টালি কিম্বা পলিথিনের চাল ফুটো হয়ে ।
আধপেটা খেয়ে  কোনমতে কেটে গেছে সারাদিন ?
আর গরম পিচে হেঁটেছ কি খালি পায়ে?


আমার কবিতা শুধু জ্যোৎস্নার চাঁদ দেখে না ।
আমার কবিতা আগুনের ফুল্কির মত জ্বলে ।  
আমার কবিতা নয়তো নরম প্রেমের গল্প ।
আমার কবিতা ভয়ে মূক মানুষের কথা বলে ।