আধো আলোয় রাত বিছানায় শুধু তুমি আর আমি, আর  
অমাবস্যার একফালি চাঁদ জানালার পর্দার ফাঁক বেয়ে
তোমায় ছুঁতে চায়।


রাতের প্যাঁচাটাও একবার উড়ে গিয়ে আবার এসে বসে
নিমের ডালে।

হেমন্তের ঝিরঝিরে হাওয়া তোমার কেশ নিয়ে খেলা করে,
তোমায় মুখের ওপর এলোমেলো করে দেয়।  


ওই হতচ্ছাড়া চাঁদ আর হৈমন্তিক বাতাস যেন
তোমায় স্পর্শ না করে,
গভীর শ্বাসভাগের মুহূর্তে আমি আরও স্বার্থপর হতে চাই।


দেওয়ালে সাঁটা ফটোফ্রেমটায় লাগানো জুঁইয়ের গন্ধও ফিকে
হয়ে যাক তোমার দেহ নিঃসৃত স্বেদবারির কাছে।