অনেক খুঁজে খোঁজ পেয়েছি সেই সে নন্দ ঘোষের।
সারা জীবন ভাগ নিল যে সবার নানান দোষের।
কংস রাজা ধ্বংস হলেও কেউ ছাড়েনি তাকে,
তাকেই জবাব দিতে হবে চুল না হলে টাকে।
এইনা বলে  কড়া চিঠি দিলাম তাকে লিখে।
উত্তর টা দিতেই হবে আজ বিকেলের ডাকে।
দুপুর গড়ায় বিকেল হল সন্ধ্যা এল নেমে,
চমকে দেখি মস্ত চিঠি বিশাল এক খামে।
খাম খুলে তো হতবাক! কোথায় গেল চিঠি?  
মস্ত খামের ভেতর আছে শুকনো আমের আঁটি।
আমের আঁটি খামের ভিতর কেমন রসিকতা!
শুকনো আঁটি পেয়ে কার হয়না গরম মাথা?
রাগ টা আরও চড়ে গেল আগুন হল টাক।
বেরিয়ে এল চিরকুট এক যেই করেছি ফাঁক।
চিরকুটে তে কটি লাইন স্পষ্ট করে লেখা।
চুল গজানোর আজব দাওয়াই মামার কাছে শেখা।
লিখছি যেটা চিরকুটে তে মানতে যদি পারো।
ঘন কালো চুল হবে আর লাগবে বয়স বারো।
রোজ সকালে জাগার আগে দু ফোঁটা তেল নিয়ে,
টাকের ওপর ঘষতে হবে ফেভিকল টা দিয়ে।
এমনি করে ঘষলে পরে দিন সাতেকের পরে।
মাথায় তোমার কালো চুল যাবেই দেখো ভরে।