কত বোগানভেলিয়ার রঙ ঝরে পড়ে
কত শহরে, প্রান্তরে কত অজানা নগরে।
আমিও দেখেছি কত রঙমাখা মুখ
ঘুণধরা পাঁজরেতে দেয়নিতো সুখ।


কত রঙ মিশে গেছে সাগরের নী্লে
জলছবি হয়ে আছে তোমার আঁচলে।
কত বনলতা সেন ফিরিয়েছে মুখ  
বিষণ্ণ হৃদয়ে দেয়নিতো এতটুকু সুখ।


আমিও চেয়েছি তোর বুকে মাথা রেখে শুতে
একান্তে কিছু কথা আর আদর নিভৃতে।
ফিরে গেছে প্রতিকূলে কোমল স্পর্শের সুখ
মুখোমুখি নেই কোন বনলতা,ময়ূরাক্ষীর মুখ।