সবখানেতেই মার খেয়েছে যে জন মধ্যবিত্ত।
সকল কাজে মন লাগে না যতই শুকাক পিত্ত।
চপ বেগুনি শিল্প আছে, গরিব তাতেই খুশি।
আমরা কেবল বেকার হলে সরকার কেই দুষি।
যা হোক তবু কল পেয়েছে কেষ্ট মামার ছেলে।
গ্রুপডি পদে চাকরি তার হতেও পারে রেলে।
ভাড়া বাড়ি একটাই কল একশ জনের ভিড়।
বিনা চানেই বেড়িয়ে যাবে করল ননি স্থির।
সেই মতনই সকাল বেলা না করে আর দেরি,
ধরবে বলে নটার ট্রেন হাঁটছে তাড়াতাড়ি।
হনহনিয়ে ছুটছে ননি নেইকো কোথাও দৃক্‌পাত।
পা পিছলে হোঁচট খেয়ে চিৎপুরেতে চিৎপাত।  
দৌড়ে এল কুলী মজুর ছুটে এল ভ্যানওয়ালা।
সবাই মিলে তুলল তাকে ফলের ভ্যানে চ্যাংদোলা।
ননি চেঁচায় ইন্টার্ভিউ, চল না নিয়ে শিয়ালদায়।
ভ্যানওয়ালা কয় হাসপাতালে যাওয়ার সেটা রাস্তা নয়।
কষ্টেসৃষ্টে হাসপাতালে  নামল ননি শেষটায়।
ভাঙা পা-টা জুড়ল শেষে ডাক্তারদের চেষ্টায়।
ননি কাঁদে হাউ হাউ হাউ অবাক হলেন ডাক্তার!
ভয় নেই আর দেখুননা ভাই দিয়েছি করে প্লাস্টার।  
ননি বলে কাঁদছি কি আর পা ভেঙেছে বলে।
একেই বলে পোড়া কপাল  চাকরি গেল চলে।