ঠাকুর দালান অনেক মুখ
অচেনা এক আমি,
মিষ্টি হেসে বললে কথা
হাসিটা খুব দামী ।


কথার ভিড়ে ঢাকের সুরে
সাঙ্গ হল পুজো,
বললে তুমি বাড়ি ফিরে
আমায় কিন্তু খুঁজো ।

কোথায় খোঁজা কাজের বোঝা
হারিয়ে গেলে তুমি।
সেই হাসিটা বুকের ভিতর
করছিলো পাগলামি ।


কাটল কুড়ি বাড়ল ভুঁড়ি
পাকল চুল দাঁড়ি ।
সময় চলল নিজের মতন
রইল ন- বাড়ি।

ফেশবুক টা ভারি মজার
মিলিয়ে দিল ঠিক।
তোমার হাসি মিষ্টি আজও
আমি নস্টালজিক ।