তোমায় শুনব বলে
আজ সারা দিন বৃষ্টিকে আসতে মানা করেছি।
ঝরনা কে ছুটি দিয়েছি, নদীকেও বলেছি
আজ যেন সে কল কল করে বয়ে না যায়।
জানো শুধু তোমাকেই শুনব বলে চারিদিকে
নিস্তব্ধতা চেয়েছি।
ঝাউপাতা, শাল, সেগুন সবাইকে বলেছি আজ যেন
তারা পাতা না ঝরায়,
ঝুর ঝুর করে ঝড়ে পড়া বরফের শব্দও শুনবনা আজ।
পাখির কাকলি তাও বুঝি কর্কশ হতে পারে।
ফড়িং এর পাখার ফরফরানি
সেও বেশ তীক্ষ্ণ হবে বোধ হয়।  
আজ শুধু তোমাকেই, তোমাকেই শুনব বলে
নিরালায় বসে আছি।