প্যালারাম সে  বছর নেমেছিল যাত্রায়।
অভিনয়ের প্রতি তার টান অতি মাত্রায়।
আসলে সে  উড়ে মালী বাংলাটা আসেনা।
বাংলাকে ভালোবাসে হাল তাই ছাড়ে না।
কত শত বাঙ্গালীই বলে কাঁধ দুলিয়ে।
বাংলাটা আসেনা বুকখানা ফুলিয়ে।
প্যালারাম নয় মোটে দমবার পাত্র।
ঊ কারেতে ঝোঁক দেয় দোষ এই মাত্র।
ফোন কে সে ফুন বলে রোল হয় রুল রে।
এভাবেই  ফুটবলে হয়ে  যায় গুল রে।
যাত্রা পালায় সে রুল পেল মস্ত।
দুলে দুলে করেছিল  পাটটি  মুখস্ত।
“ শুনো সভাসদগন আসছেন চুলরাজ।
টুলের শিক্ষকেরা হবে সব খুন আজ। “
হাসির রোল ওঠে হৈ হৈ চীৎকার।
কেউ ছোঁড়ে টমেটো কেউ দেয় ধিক্কার।
অবশেষে প্যালারাম হেঁকে বলে দাঁড়িয়ে।
ওড়িয়া  মাতৃভাষা বাংলা যে হৃদয়ে।
মঞ্চেতে উঠে আসো কারো যদি থাকে দম।
খুব সোজা জুতো ছোঁড়া,আর ছোঁড়া টমেটম।
সংলাপ বল দেখি গলা ছেড়ে স্টেজে ভাই।
বাংলা টা কত জানো আমিও করি যাচাই।
না পারো তো চুপ করে শুনে যাও বলি যা।
বাংলায় বলতে কথা থাকা চাই কলিজা।  


কবিতা টি ভালো লাগলে একটা মজার নাম দিন