অসুখ


অবসর সময় গুলো  হারিয়ে যাচ্ছে ক্রমে ক্রমে  ।
দিনের প্রতিটি ঘ্ন্টা ,মিনিট এক  রুটিনে বাঁধা ।
ক্রমে যন্ত্রমানব  হয়ে উঠছি ।


কবিতা আর  কবিতার ভাবনা করার সময়
গুলে কেড়ে নিচ্ছে – বাজার,  দোকান, স্কুল,
অফিস,


ঘিরে  ধরছে অশান্তি, রাগ  আর  আভিমানেরা ।


এমন অস্থির সময়ে পেন কি পারবে পেইন কমাতে ?
কি জানি আর কতদিন কবিতা কেও পাওয়ার
জন্য ছুটে  যেতে হবে !


একটু অবসর সময় চাই ।
একটু শান্ত রাস্তা চাই হাঁটার জন্য ।
আর  চাই কবিতা কে ভাবার জন্য
নিশ্চিন্ত আশ্রয় ।