আমরা  সবাই নানান ভাষী
ভিন্ন মোদের  বেশ ।
তবুও মোরা ভারতবাসী
ভারত মোদের  দেশ ।


কেউ বা বলি বাংলা ভাষা
কেউ বা হিন্দি ,তামিল।
দেশের তরে হই যে মোরা
একই স্থানে সামিল ।


খাওয়া-দাওয়া ভিন্ন মোদের
ভিন্ন রীতি নীতি ।
তবুও  মোদের  বুকের  মাঝে
ভারতীয়ের সম্প্রীতি ।


কেউ বা  মোরা আল্লা ডাকি
কেউ বা ডাকি হরি ।
দেশের পরে  বিপদ এলে
একই সাথে লড়ি ।


কেউবা মোরা খ্রিষ্টান
কেউবা মোরা হিন্দু ।
অখণ্ড ভারত রাখতে দেব
মোদের প্রতি রক্তবিন্দু ।


আমরা সবাই ভারতবাসী
এটাই  মোদের  গরব ।
হিন্দুস্থান জিন্দাবাদ
এই কথাতেই সরব ।


মোদের দেশ  ভারতবর্ষ
অনেক তারই রাজ্য ।
বৈচিত্র সব-খানেতেই
মনটা অবিভাজ্য ।