জানো কিছু কথা লিখেছিলাম,
তোমাকে শুনিয়েছিলাম  শীতের এক পড়ন্ত বিকালে ;
তুমি  বলেছিলে কবিতা-টা ভাল হয়েছে ।


ওই একটাই কবিতা তোমাকে কতবার শুনিয়েছি,
আর তুমি বার  বার বলেছিলে
এটা আরও ভাল ।  
ওই  একটা কবিতাই অনেক কবিতা হয়ে উঠেছে ।


ছোট বেলায়  মায়ের কাছে  শুনেছিলাম
মৃত্যুর পর  সবাই  নাকি আকাশের তারা হয়ে যায় ।
আজ  এই কথা-টা আমার ভীষণ মানতে  ইচ্ছে  করছে ,
তোমাকে  শোনাব বলে আর  কোনও কবিতাই  লেখা  হয়নি ।


কোনও পুস্তিকার জন্য নয়,
কোনও কবিতার আসরে কবিতা  পাঠের জন্যও   নয় ,
তোমার জন্য শুধুমাত্র তোমার জন্যই
লিখব এক  আকাশ  কবিতা ।