পুরনো গীটার
     অনন্ত গোস্বামী


একলা পড়ে থাকে কত অবহেলা,
কত অনাদরে ।  
হাতের স্পর্শ না পেয়ে নীরবে
বুকের পাঁজর গুলোয় জং ধরে যায় ।


চামড়া গুলো এবার হয়ত খসে পড়বে,
তার পর কখন যেন সমাধিস্থ হবে বন্ধ কফিনে ।
শুধু তার মায়াটুকু রয়ে যাবে  চিরকাল ,
শুধু আক্ষেপ আর মনখারাপি  সুর গুলো ঘিরে ধরবে জীবনের শেষ প্রান্তে।

হঠাৎ যখন  গীটারে বেজে ওঠে রবীন্দ্র সঙ্গীতের সুর,
কত মেঘ জমে আসে মনের কোনে,
কত ঝড় ওঠে বুকের ভেতর ।
তখন তার কথা মনে পড়ে ।


ছুটে গিয়ে জড়িয়ে ধরি, মরচে পড়া হাড় গুলোয় হাত বোলাই,
স্বরলিপি সব ওলট পালট হয়ে যায় । শরীর অবশ হয়ে আসে ।
ক্লান্ত হৃদয়ে যতই টুং টাং করি গীটারের তার গুলোয়,
শুধু ঝন ঝন হয় আর গান হয়ে ওঠেনা ।