এক শ্বেতাঙ্গ মিনেপলিশ পুলিশ জর্জ ফ্লয়েড এর  
গলায় তুলেছে হাঁটু।
সব রঙ মুছে যায়, চোখের সামনে নেমে আসে অন্ধকার,  
অস্ফুট স্বরে বলে- “আমি পারছিনা শ্বাস নিতে”।  


তবু বসে  থাকে ঘাড়ে হাঁটু রেখে, মৃত্যু করতে নিশ্চিত।
তবু বসে থাকে সাদা চামড়ার পুলিশ।
আরও এক বার, শেষ বার  বলে ওঠে “আমি পারছিনা শ্বাস নিতে”।  


মুখ থেকে ঝরে  লালা, নাক থেকে বিন্দু বিন্দু রক্ত
বিশ্বের এক সভ্য দেশে, তবু বসে থাকে ঘাড়ে হাঁটু রেখে।


অপরাধ ছিল গুরুতর, এক কালো মানুষ  সাদা সিগারেট  
কিনেছিল কুড়ি ডলার জাল নোটে।
তবু বসে থাকে কালো ঘাড়ে সাদা হাঁটু রেখে সারা দেশ।
সাদা মানুষের দেশ।


আরও  পাঁচশ ছাব্বিশ সেকেন্ড , আরও  পাঁচশ ছাব্বিশ বছর
এভাবেই কালো মানুষের ঘাড়ে পা দিয়ে সভ্য হবে- বহু দেশ,
সাদা মানুষের দেশ।