আবার এল বৃষ্টি ঝরার দিন,
আমি আছি শীতের অপেক্ষায়।
উষ্ণ পরশ, তোর ঠোঁটের ঋণ,
রাখবি বল হলুদ ঝরা পাতায়।

চুল শুকাতে দেখব বলে তোকে
শীত আসলে  নেড়া বাড়ির ছাতে।
রান্না ঘরে ধোঁয়ার ফাঁকে ফাঁকে
তোকে দেখার জন্য হৃদয় মাতে।


শীত আসলে তোর বাড়িতে যাবো
বর্ষা আমার ভাল লাগেনা মোটে।
চায়ের কাপে গরম ধোঁয়া পাবো
আর যদি-বা বাড়তি কিছু জোটে।    


দূরত্বটা না হয় একটু বেশি,
চলনা দুজন বানাই একটা সাঁকো।
থাকলে দুজন একটু পাশাপাশি
শীতের হাওয়ায় দেখিস দুলবে নাকো।