আমার আট বাই দশ নোনা ধরা স্যাঁতস্যাঁতে
ঘরের দেওয়ালের চুনকামের পরতে পরতে সাজানো আছে
অনেক স্বপ্ন।  আমার ঘরের আনাচে কানাচে
মাকড়সার জালের মত বোনা আছে অনেক স্বপ্ন।
মাঝে মাঝে নোনার ক্ষত থেকে উঁকি দিয়ে চলে যায়
পুরনো রঙিন স্বপ্নগুলো।
মাঝে মাঝে  ঝড়ে পড়ে বাস্তবের মাটিতে গড়াগড়ি
খায় অনেক স্বপ্ন।
আমার ঘর টায় রোদ ঢোকেনা, তবে কখনো কখনো দমকা হাওয়া
এসে এলোমেলো করে দেয় স্বপ্নগুলো।
আমি আবার সাজাতে থাকি আবার বুনতে থাকি
কত শত স্বপ্ন।
আর স্বপ্ন দেখি আমার  আট বাই দশ স্যাঁতস্যাঁতে ঘরের
একমাত্র জানলা দিয়ে ঢুকে পড়েছে একচিলতে রোদ্দুর।