মা ছুটি চায় হেঁসেল থেকে
ঠামমা, দিদাও তাই।
বাবার আবার কয়েক দিনের
অফিস ছুটি চাই।
কাজের মাসি পালাতে চায়
বলেই  মায়ের ব্যামো।
আমার ছুটি ছুট মেরেছে
বলছি তাকে থামো।
সকাল বেলায় ইস্কুলে যাই
এসেই ছুটি সাঁতার।
সাঁতার থেকে ছুট্টে এসেই  
পড়তে ছুটি আবার।
মা চাইছে আড্ডা দেদার
হোটেল থেকে খানা।
ঠামমা, দিদা তীর্থে যাবে
কয়েকটা দিন টানা।
বাবা আমার ঘুম কাতুরে
ঘুমাবে নাক ডেকে।
ভাবছি আমি ঘুরতে যাবো
নৈনিতালের লেকে।
পুজোর ছুটি আসছে তাই
টিকিট হোল কাটা,
সবাই মিলে ঘুরতে যাবো
কাজ কে করে টাটা।
ছুটছে গাছ, ছুটছে মাঠ
ট্রেন ছুটছে ঝম ঝম।
ছুটছে আমার ভাবনা গুলো
ফুরসত নেই একদম।
পাহাড় ঘেরা সবুজ লেক
আকাশ নীলে নীল।
লেকের জলে হরেক মাছ
হাসছে যে খিলখিল।
ভাবছি আমি গুপির জুতোর
পেতাম যদি খোঁজ!
মিনিট কয়েক ঘুরেই যেতাম
টিফিন বেলায় রোজ।
এমন সময় মা ডাকল
ওঠ না শিগগিরি।
আর  ঘুমালে এবার স্কুলের
হয়েই যাবে দেরি।