কেউ কি গেছো হাঁটতে হাঁটতে তেপান্তরের মাঠে?
সেইখানে এক পেরেক বুড়ো পেরেক ঠোকে কাঠে।
পেরেক ঠুকেই হিসাব রাখেন বৎসর, মাস, দিনের।
দেখলে  যেন মন হবে  দেশ একটা  পিনের।
লক্ষ কোটি পেরেক ভরা মস্ত সে এক কাঠ।
পেরেক দিয়েই বুড়োর বাড়ি, পেরেক দিয়ে খাট।  
কেউ ভেবোনা সহজ সে কাজ ঘুম নেইকো মোটে!
একটা ঠোকা বন্ধ হলেই আর এক পেরেক জোটে।
সারাক্ষণই ঠুকুর ঠুকুর মস্ত সে  এক কাণ্ড।
সমান তালে ঠুকতে হবে  নইলে সবই পণ্ড।
ইচ্ছে করছে একটি বার ঘুরে আসতে দেশটা?
যেতেই পারো দিন সাতেক না যদি পায় তেষ্টা।
সাতটি রাত কাটাতে হবে গামছা বেঁধে পেটে।
থামলে পরেই ভীষণ বিপদ কেবল যাবে হেঁটে।