একটা গল্প বলি শোন।
যদিও বেশ ভয়ের কথা
ভয় পেয়োনা কিন্তু  যেন।
আকাশ জুড়ে ঘুড়ির মত  
মানুষ ওড়ে লাগাম ছাড়া,
লাটাই ছাড়া, নেইতো সুতো!
মাটির থেকে ভোকাট্টা সব
আকাশেতে খাচ্ছে  গুঁতো।
ভাবছ  এতে  মজাই হবে
পাখির মত উড়ব সবাই,
মিছি মিছি ভয় কে পাবে!  


এইটা  তুমি শুনেই দ্যাখো।
আমার  কেমন গা-কাঁটা দেয়
ভয় না পেয়ে পারবে নাকো।
যেমন করে কমছে জমি
ক-দিন বাদে ফসল কোথা!
বাঁচলে হয়  জন্মভূমি।
খিদের সময় উধাও খাবার
খিদের চোটে কয়েক মুঠো,
ট্যাবলেট কেই  করছ সাবাড়।
ভয়ের এতে কিইবা আছে?
পেটটা যদি ভরেই যায়,
কেনই বা ভয় পাব মিছে।


ভয় পেলেনা একটুও তাও।
এবার ভয় পাবেই পাবে,
শেষ গল্পটা শুনেই যাও।  
ভাবনা গুলো মরেই গেছে।
মানুষ গুলোও যন্ত্র হয়ে,
জাঁতা কলে  রয়েই গেছে।
ভয়টা কোথায় সেইটা শোন!
এবার তবে প্রহর গোন।
জানো নাকি তোমরা সবে?
কালকে থেকে ইন্টারনেট আর
সব সিরিয়াল বন্ধ হবে।


ফোন খুললেও ফাইন হবে।
ভির্মি  খেলে? চোখটা খোলো।
গল্প আমার সাঙ্গ হল।