সকালটা ছিল রোদ-ঝলমলে;
গাছের পাতায় ছিল আলোর খেলা ।
তোমার নামটা নিতেই বাতাসও বইল ;
বিকেলে তাই বেরিয়ে পড়া ...


ওমা ! আকাশে একদিকে যে চাঁদ আর অন্যদিকে সূর্য
মাঝে তুমি এক ব্যস্ত–তারকা ...


কী অসময়েই না পা বাড়ালাম !


(রচনাকালঃ ১৮-০৬-২০১৮ ।)





.