.
জন্ম ১৯৭০ সালের ১লা এপ্রিল ভারতের আসাম প্রদেশে। লেখার শুরু ১৯৮০'র শেষের দিকে- কবিতা দিয়ে। লেখা প্রকাশিত হয়েছে দৈনিক প্রান্তজ্যোতি (আসাম), দৈনিক সোনার কাছাড় (আসাম), অনিকেত (পশ্চিম বঙ্গ), বাতায়ন এবং অনুনাদ (তামিল নাডু) ইত্যাদি পত্রিকাতে। সম্পাদিত পত্রিকা বাতায়ন এবং অনুনাদ (ত্রিভাষিক ) । শিক্ষা- ছাত্র, প্রকৃতির পাঠশালা। পেশা- নির্মাণ । বর্তমান কর্মস্থল- তামিল নাডু । অন্য লিঙ্ক : www.poemhunter.com ।
.
স্বাগত কবি
কবিবন্ধু ভাল থাকুন, আরও বেশী বেশী করে লিখুন এবং সকলের মন জয় করুন।
আসরে স্বাগত জানাই কবিকে।
বাংলা-কবিতা আসর আপনার লেখনীতে সমৃদ্ধ হোক।
ভাল লিখুন। কবিতায় থাকুন, কবিতা বাঁচুন।