৪২)      প্রিয়-হাত


           রাখিলে হাত
      মোর হাতে- বহে যে
           সুর-প্রপাত !


৪৩)     সুপরামর্শদাতা


            যাই  বিবরি-
         তিন-মুণ্ডি-ওয়ালা
           যদি গো হেরি।


রচনাকালঃ ২৬-১০-২০১৮।





___________
*তিন-মুণ্ডি-ওয়ালাঃ যার মাথা
ও দুই হাঁটু কাছাকাছি থাকে-
অর্থাৎ তিনি এক জন বৃদ্ধ ।