( শারদীয় অনুকবিতা)


         (৫৮)


     স্বচ্ছ আকাশ ;
কাশ-হিল্লোল আনে-    
     প্রাণে উচ্ছ্বাস!


          (৫৯)


     শিউলী জুটে  
সান্ধ্য-সাজে; সুহাসে-
     রঙীন ঠোঁটে !


          (৬০)


      আমলা বনে
  শীতল   সমীরণে
     কাঁপুনি লাগে !


          (৬১)


    ব্যস্ত ঠিকে-ঝি;
পূজোর  পরে  বিয়ে-
    হয়েছে রাজি!


         (৬২)


     আনন্দোত্সব;
আবাল-বৃদ্ধ-বনিতা
     উৎফুল্ল সব।



(রচনাকালঃ ২২-০৯-২০১৯ ।)




  '