সময় নেই- এখন সে এক ব্যস্ত তারকা ;
চিন্তাগুলো তার ব্রাউণিয়ান-গতি* প্রাপ্ত-
কঠিন তারে কোন ছকে ধরা ;
এ বেলা বালিগঞ্জ তো ওবেলা দীঘা-
বাব্বা ! যার মাথায় ঢুকেছে, নির্ঘাত মরেছে !
হাতের কাছে নীল জল পেয়ে দিলুম যেই সাঁতার
অমনি ডুব-সাঁতারে চলে গেলে সে
অনেক দূর !


জল ঘোলা করেছি-
খেয়েছিও কত- ডুবে ডুবে ; এখন থেমে আছি ।
জলে তো নেবেছি- জেনেছি তাই জলের গভীরতা
তাছাড়া আরও অনেক কথা- থাক না সে, না হয় না-বলা ;
জনান্তিকে একটু উল্লেখ করি, ভাগ্যদেবীর বরদানের কথা-
'আমি চলে এসেছি জেলা ছেড়ে রাজধানি শহরে' ।
এখন  শুধু দেখছি- জীবনের যত ধূলো-বালি
সব থিতিয়ে গিয়ে পড়ছে কি তলানি ?
এখনও যেন মনে হয়- পৃথিবীটা সুন্দর- ডাগর;
তবে দোহাই তোমাদের, এখন আর
জল নাড়িও না-


লেজ নাড়িও না !


(রচনা কাল :  ২৭/১১/১৯৯৯ ও
                  ১৪/০৫/২০১৭ ।)
____________________
* ইতস্তত গতি ।



.