বৃষ্টি এক আবহ-সঙ্গীত !


জলের মিহিন ছিটেয় কাঠের দরজা-জানলা ফুলে ওঠে;
চৌকাঠের ফ্রেমেও কখনও তা আটকে যায় ;
আর এ মনটা...


তুমি আবার এ ভরা শ্রাবণে জানলা খুলতে যাচ্ছো যে !
ঘরটা তো এসি'ই করা ; সেটাই না হয়  
                    আলতো করে চালিয়ে দিলে


কাঁচের গায়ে জমবে না আর জল...


(রচনাকালঃ ০১-০৮-২০১৮।)





.