প্রবল  ঐশ্বর্যবান  প্রবৃত্তির কঠোর শাসন মেনে,
তারই গড়া এক উঁচু  মহলে থেকে, দিন গোনে-
গুজরায় বিবেক এক  অবগুণ্ঠিত ব্যক্তিত্ব-রহিত
জীবন ।  তাই   তার  হৃদয়পুরে,  সদা-জাগ্রত
কোমল বৃত্তিগুলি বার-বার তুমুল উচ্ছ্বাসে জেগে
উঠেও কঠিন  সমুদ্র-সৈকত-পরে আঘাতের পর,
বিক্ষত ঢেউ-এর মতো কেঁদে-কেঁদে ফিরে যায় ।
রাত্রি  কাটায়- বাদশাহী  হারেম-রমনীর  মতো;
তবুও সে খুঁজে ফিরে জীবনের অনাবিল আনন্দ-
স্বপ্নে গড়ে, ছুট্ট একটা ঘর ;  আর সুযোগ খুঁজে

অবচেতন   মনে,  একটা  বিদ্রোহ !  এক দিন
সে  পৌঁছেও যায়  তার  অভীষ্ট লক্ষ্যে ; ক্ষুধিত
সে  পাষাণ-হৃদয় একবার  কেঁপে ওঠে;  ভেঙ্গে
পড়ে  উচুঁ-উচুঁ স্তম্ভ ; বানিয়েও  নেয়  তার ঘর-
ধংসের  পর !  কিন্তু   পরক্ষণে  ঈর্ষায়  প্রবৃত্তি,
বেআদব  হয়ে কেড়ে নিতে চায় ফের সেই ঘর !


(রচনাকালঃ ০৩-০৪-১৯৯৪ ।)
© পিসিএস ।



.