আপদ! কাকগুলো দেখছি-
এ বাড়ির বউকেও চেনে!
গ্রীষ্মের দাবদাহে যখন জলের আকাল
তারা ঠিক জুটলো ছাদে-  টেরেস-টেঙ্ক'এ, টেপের কাছে ;
ভাবলে বুঝি- বউ’টা  টেপ দেবে খুলে;
ডেকে ডেকে তাই একটা কাক ঠুকর দিল ইস্পিণ্ডিলে!


বউ’এর বাতিক,  কাক কি জানে ?
কাক দেখেই তার মনে হয়- ভাগাড় ঘেঁটে এসে
বসেছে ছাদের ঐ টেপ'এ...


তবুও জল-তেষ্টায় এ এক অপূর্ব চেষ্টা !
রোদে-দেওয়া কাপড় আনতে গিয়ে এ ঘটনাটা;
কাপড় হাতে রাঙা-বউ কি আর হাত দেবে সেই টেপ'এ ?


অতঃপর
সে ছাদ থেকে নেমে আসতেই
এক ডজন কাক চেঁচিয়ে ওঠে প্রতিবাদে...

কতটা প্রতিকূলতায় পড়লে একটা বিবর্তন কাজ করে ?


(রচনাকালঃ ০৫-০৫-২০১৮ ।)





.