পথ দেখাবার নামে
ভরা বানে
নৌকা ডুবালে !
এখন,
খবর নিচ্ছ
কোন্‌  খেয়ালে ?


ভিজে গিয়েছিলাম-
এখন শুকিয়ে নিয়েছি শরীর ।
(ভিজে শরীরে সত্যই হাওয়াটা বড্ড লাগে ।)
এখন হাওয়ার বদলে
জলের ঢেউ এলেও
বুক আমার কাঁপবে না-
ভদ্র শার্টের কলার
বুক উঁচিয়ে
বাতাসকে তা-ই  বলে


নিজে-  জবাব দেওয়ার
দায় বোধ করি না  ।


রচনাকালঃ ২৮-০৭-২০০০,
KGPWB



.