চুপচাপ থাকতেই জানে না এই মেঘ ;
প্রহেলিকার জাল বুনে যায় বৃক্ষ-শাখায় ;
সেলুলয়েড'এ বাঁধা পড়ে যেন  রিলবং ...


কুয়াশা-রোদ-বৃষ্টির আনাগুনা এই ঘরে;
পাশ দিয়েও যে তোমার যাওয়ার পথ!


তুমি তো তুমিই ; নাম নিতে
পাহাড়ের কোল বেয়ে বর্ষা নামে !
বৃষ্টি-শেষে পাইন-শাখায় সুখ-লাবণ্য;
দূরে হারিয়ে গেছে বনে,  আঁকাবাঁকা পথ-
আর হেয়ার-পিন ব্যান্ড ;
শীত-চাদরে মাথা মুড়ে
        বসে থাকি শৈল-বাসিনী


সামনে ধূসর আকাশ,
             আমার একার...


(রচনাকালঃ ১৭-০৫-২০১৮,
শিলচর । )





.