অতঃপর
ভালোবাসার রূপ পাল্টে যায় ;
একটা রীতিতে এসে ঠেকে
সব প্রসাধন...  


যে ভালোবাসা একদিন দিগন্তে খুঁজত নীল
সে-ই চার-দেয়ালে বাঁধা পড়ে-  সঙ্গীন !
কখন যে নেমে আসে-
            মেঘ-ভাঙা বৃষ্টি...


ফিল্মী সংলাপী-রাত ভুলে গেছে স্বজন;
আবশ্যকটা ছেড়ে অনাবশ্যকেই তার মন ।
ইন্সোমনিয়ারা আসে ; বিস্মৃতিও দানা বাঁধে ;
ও মরণ ! ডালে নুন দিই নি বোধ হয় !
মোরদও যে চুপ-চাপ-  গেলো খেয়ে ;
... গাল-মন্দও নেই  !


তার কথা ভাবি- এইটুকু ;
তেমন আর সুবচন আশা করি না ...


(রচনাকালঃ ১৪-০৭-২০১৮ ।)  



.