আমি দেবদারু-
এক পায়ে দাড়িয়ে ।
দেখি, আরও একটি বছর
                  যায় পেরিয়ে-


গ্রীষ্মে দিয়েছি প্রাণ ভরে সুনিবিড়
ছায়া ; পাখিরা বেঁধেছে তা’য় শান্তির নীড় ।
ঘনবর্ষায় আগলে রেখেছি ঘাড়ে
ওদের শাবক ; এখন ওরা ওড়ে ।
গেয়েছি আনন্দ-গান শরতে-
ক্লান্ত চাষার প্রাণ উৎসাহিতে ।
জীর্ণ পাতা সব বিলিয়ে দিয়েছি হেমন্তে
ঘুঁটে আর সবুজ সার বানাতে  ।
ভরা শীত পাড়ি দিয়েছি যাচ্ছেতা...
বলছিনা আর... ব্যক্তিগত কথা ।
বসন্তে পেয়েছি নবীন পোষাক-
বর্ণময় কিশলয়, প্রত্যাশার কোরক-
মৃদু-মন্দ দখিনা বাতাস সুগন্ধে ভরা  
আর- চরাচর উৎসবে মাতোয়ারা ।


আজ পাখিরা ধরেছে গান ;
শুনি যেন নতুনের আহবান ।
বর্ষ-বলয়* ধরে নিজ বুকে
তাকাই নববর্ষের দিকে-


আকাশ-বাতাস জুড়ে
তখন একটিই ধ্বণি-


স্বাগতম !


(রচনাকালঃ ২১-১২-১৬ ও ১৪-০৫-২০২০।)
© পিসিএস ।






_________________________
* দেবদারুর কাণ্ডে প্রস্তচ্ছেদ নিলে যে বলয়
দেখতে পাওয়া যায় তা’ই বর্ষ-বলয় ।


'