হাজার আকাশ-গঙ্গা
আর লক্ষ গ্রহ-তারার মাঝে
আমাদের একটাই পৃথিবী ;
আমরা শুধু থাকি ভিন্ন অক্ষাংশ
আর দ্রাঘিমাংশে ।


আমার দেশে যখন সূর্য-ছায়া
ওদের দেশে তখন শুধু চাঁদের মায়া।
আমার দেশের মেঘগুলিই
ওদের দেশে বৃষ্টি হয়ে ঝরে ;
তাদের দেশের শীতের পাখি
আমার পাশের ঝিলে এসে চরে ।
আমার দেশের বৃক্ষরাজি
যখন গভীর ঘুমে থাকে
তাদের দেশের অম্লজানে
আমার শ্বসন-বায়ু টাটকা হয়ে আসে ।
আমরা সবাই একই সূর্য তলে
দুলছি নিতুই জীবন দোলায় দুলে।


হাজার আকাশ-গঙ্গা
আর লক্ষ গ্রহ-তারার মাঝে
আমাদের একটাই যে পৃথিবী;
আমরা যেন তাকে
বাঁচিয়ে রাখি


এটাই থাক না দিব্বি ।


রচনাকালঃ ১৬-০৬-২০২২ ও
০৭-১১-২০২২।



.