১)


প্রাণের মানুষ রইলে প্রাণে  
ফাগুন হাওয়া সকল খানে;
প্রাণের মানুষ উইড়া গেলে
হায়!হায়! যে বাজে কানে!


২)


কে বা শত্রু কে বা মিত্র ভাবো মনে
ও  মন রে! এ সংসার  সমরাঙ্গনে!
'নিজ   বিচারেই  শত্রু  কিম্বা  মিত্র'
চাণক্য  কহেন-  রাজ্যবাসী  শুনে।


(রচনাকালঃ  ১১-০২-২০২০।)




.