( ২২শে শ্রাবণ স্মৃতিতে)


ছোটবেলার কথার কলি
কবিতার চেয়েও কিছু বেশী দামী ;
       ভিজিয়ে দেয় মন...


শ্রাবণের এ ধারা-বৃষ্টি আমায় নিয়ে যায় ছেলেবেলায়;
বড় স্বচ্ছ লাগে তারে-  শেষ-বয়সে এসে ...
শৈশব সঙ্গীত যে শুনি আজ বিদায়ের রাগে !
এক নিভৃতে, কবি! তোমায় খুঁজি অন্তরে
চেতনায় ধরা পড়ে-


জল পড়ে পাতা নড়ে...


(রচনাকালঃ ০৮-০৮-২০১৮।)





.