কাটারির খিদের রুটি, কাটা ;
ফুল, ধূপ আর শান্তিজলের পর এখন  
বছরভরের অপেক্ষা...


কেনা খাবারের ঘ্রাণে
পিঁপড়েদের এঘর-ওঘর ব্যস্ততা...


কাটা, ফাড়া আর চেরাই’এর আয়োজন
আজ বহুদিন... ঠাণ্ডাঘরে ইতিহাস...


ধারাবাহিকতায় ছেদ পড়লে
সূত্রের প্রান্ত শেষমেশ কোথায় গিয়ে দাঁড়ায়...
...মাটি-বাতাস পেয়ে টানে
                       আর্দ্রতা


জং লেগে-
হাতিয়ার হারাবেনা তো ধার ?

রচনাকালঃ ১৮-০৮-২০১৭ ।
(কাব্যঃ  আলোর স্রোতে ;  গ্রন্থঃ তুমি
এলে বলে ।)







.